AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে থৈ থৈ পানি



অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে থৈ থৈ পানি

অল্প বৃষ্টি হলেই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ‘উপজেলা পরিষদ কে.জি স্কুল’ মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। আর এ দুর্ভোগ নিত্যদিনের। বিদ্যালয়ের মাঠ তুলনামূলকভাবে নিচু এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। এ ছাড়া শিক্ষার পরিবেশও বিনিষ্ট হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের পাশে ‘উপজেলা পরিষদ কে.জি স্কুল’, তার পাশেই উপজেলা প্রধান শহীদ মিনার। সড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি কয়েক ফুট নিচু। মাঠটি নিচু হওয়ায় বৃষ্টির দিনে চারদিকের পানি বিদ্যালয়ের মাঠে নামে। মাঠ থেকে পানি নিষ্কাশনের উপায় না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পোহাতে হচ্ছে হাঁটু পানি। কেউ আবার পিছলে পড়ে যায় কাদা-পানিতে। কাদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় তাদের। জলাবদ্ধ মাঠের ঘাস ও আগাছার পঁচা দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, সামান্য একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। মাঠে পানি থাকার কারণে শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আবদ্ধ হয়ে থাকতে হয়। আমরা দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের মাধ্যমে মাঠটি সংস্কারের দাবি জানাচ্ছি।

অভিভাবকরা বলেন, প্রতিবছরই বৃষ্টির কারণে বিদ্যালয় মাঠে পানি জমে শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক এইচ এম খালেদুর রহমান জানান, স্কুলের মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়। এখনও পানিতে থৈ থৈ করছে।
 

 


একুশে সংবাদ/ মৌ.প্র /এ.জে

Link copied!