AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা:

কৃত্রিম সংকট রোধ ও পণ্যের গুণগত মান নিশ্চিতে প্রশাসনের তৎপরতা



কৃত্রিম সংকট রোধ ও পণ্যের গুণগত মান নিশ্চিতে প্রশাসনের তৎপরতা

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জনস্বার্থে কৃত্রিম সংকট রোধ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ১ নম্বর রেলগেইট এলাকা এবং খানপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র কমিশনার মো. নাজমূল হুদা।

অভিযানের শুরুতে রেলগেইট এলাকায় একটি মিষ্টান্ন ভাণ্ডারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে খানপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটি দালালমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সেবা দিচ্ছে এবং গ্রাহকেরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে কাজ সম্পন্ন করছেন। সেখানে কোনো অনিয়ম পরিলক্ষিত না হওয়ায় কোনো মামলা বা জরিমানা করা হয়নি।

এই মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাজাহান খান এবং আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সহায়তা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/না.প্র /এ.জে

Link copied!