মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মতলুবর রহমান। বুধবার (২১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
রংপুর বিভাগের সন্তান ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মো. মতলুবর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। তাঁর পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
যোগদানের পর মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মতলুবর রহমান বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত জরুরি। গণমাধ্যম সমাজের আয়না, তাই তথ্যভিত্তিক ও গঠনমূলক প্রতিবেদন পুলিশের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে পারে।”
তিনি আরও জানান, মোরেলগঞ্জ পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অতিরিক্ত দায়িত্বও তিনি পালন করবেন। উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোরেলগঞ্জ থানা পুলিশ সর্বাত্মকভাবে তৎপর থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। এ কাজে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ওসি মতলুবর রহমানের যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস, তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব মোরেলগঞ্জ উপজেলায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/বা.প্র /এ.জে