AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, প্রেস ক্লাবে প্রতিবাদ



মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, প্রেস ক্লাবে প্রতিবাদ

মোংলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোংলা পৌর বিএনপি। 

 

বুধবার (২১ মে) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মোঃ এমরান হোসেন। তিনি বলেন, গত ২০ মে মোংলা থানায় এনসিপির প্ররোচনায় বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে একটি ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক’ মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপির পৌর আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ ২১ জনকে আসামি করা হয়, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩৪-৩৫ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।


তিনি জানান, ২১ এপ্রিল মে দিবস উপলক্ষে মোংলা শ্রমিকদলের একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। একই দিনে এনসিপির একটি পক্ষ নিয়মবহির্ভূতভাবে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে এডহক কমিটি গঠনের জন্য সভার আয়োজন করে। ২৮ এপ্রিল স্টেজ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন পরদিন (২৯ এপ্রিল) সভা বন্ধ করে দেয়।


বিএনপি নেতারা বলেন, শ্রমিক সংগঠনটির সদস্যপদ বৈধ কি না—তা নিয়ে শ্রম দপ্তরের তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। এই পরিস্থিতিতে এনসিপি উসকানিমূলক পদক্ষেপ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালায় এবং পরবর্তীতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতেই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।


এমরান হোসেন বলেন, “এটি একটি পরিকল্পিত মামলা, যার মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।”


তিনি আরও বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অন্য রাজনৈতিক দলের সহাবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে।


সংবাদ সম্মেলনে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ////র.ন

Link copied!