বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের আওতায় রাজশাহীর তানোরে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলা প্রশাসনিক হলঘরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বায়োজিদ হোসেন ওয়ারেসি, চাপাইনবয়াবগঞ্জ সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা ফিরোজ কবির।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, তথ্য আপা মৌসুমি খাতুন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর প্রমুখ।
এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন