কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মেম্বর ও এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেকমত আলী ও ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলামের ৩০ কেজি করে চালের জন্য ভিজিডি কার্ডধারী প্রত্যেকের নিকট থেকে ২০০ করে টাকা ঘুস আদায়ের অভিযোগে এলাকায় তোলপাড় শুরু হয় ১৯ মে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। তিনি ঘুস দিতে বাধ্য করা ভিজিডি কার্ডধারীদের বক্তব্য শোনেন । এরপর তাদের সম্মুখে ওই বিএনপি নেতা ও ইউপি সদস্য হেকমত আলীকে হাজির করা হলে তারা ঘুস নেয়ার কথা স্বীকার করেন।
তারা বলেন, খাদ্য গুদাম থেকে চাল আনার পরিবহন খরচ হিসেবে ওই টাকা নেয়া হয়েছে। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজের চাপের মুখে ঘুস নেয়া টাকা ফেরৎ দিতে বাধ্য হন ইউনিযনের ওই মেম্বর ও সচিব।
সূত্র জানায়, ইউণিয়নের ১৬২ জন কার্ডধারীর নিকট থেকে ২০০ টাকা হারে ৩২ হাজার ৪০০ টাকা আদায় করা টাকার মধ্যে ১৯ মে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্তিতিতে ১০-১৫ জনকে টাকা ফেরত দেয়া হয়। বাকী অন্যদের টাকাও ফেরত দেয়ার অঙ্গীকার করেন ওই মেম্বর।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে