রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম নাঈম উদ্দিন (২১)।মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় মরিয়মনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জনৈক মো. আমিনের বাড়িতে তিনজন ইলেকট্রিক মিস্ত্রি গত চার দিন ধরে কাজ করছিলেনল।
গতকাল সকালে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
একুশে সংবাদ/ চ.প্র/এ.জে