ভারতের আসাম ও মেঘালয়ে টানা ভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরে একটানা বৃষ্টিপাতের ফলে শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব জেলায় পাহাড়ি ঢল নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কম–এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড়ি ঢলের আশঙ্কা বেড়েছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত ১০টায় যা ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে। গত চার দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পাউবোর কর্মকর্তারা জানান, ভোর থেকে নতুন করে উজানে ভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরে মুষলধারে বৃষ্টির ফলে নদীর পানি আবার বাড়তে শুরু করেছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একের পর এক বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করছে। এই প্রবণতা বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপরেও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়াবিদরা সম্ভাব্য বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পাহাড়ি ঢলপ্রবণ এলাকায় নিম্নাঞ্চলবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
একুশে সংবাদ/ক.ক/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

