জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অভিযোগ করে বলেন, জামালপুরে যারা নিজেদেরকে এখন তৃণমূল বিএনপি দাবি করছেন, তারা গত ১৬ বছর কোথায় ছিলেন? আওয়ামী লীগের কাছে ভোট বিক্রি করে এখন অন্য জেলা থেকে লোক এনে নিজেদের তৃণমূল দাবি করলে তা মেনে নেওয়া হবে না। ১৬ বছর যারা আওয়ামী লীগের জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন, তাদের আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে