প্রাচীন খলিফাবাদ ও পীর খানজাহান আলীর স্মৃতিবিজারিত ঐতিহ্যবাহী বাগেরহাট পৌরসভার যাত্রা শুরু হয় ১৯৫৮ সালের এপ্রিল মাসে। ১৫ হাজার ৮৮৮ বর্গকিলোমিটারের এ পৌরসভায় দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক ডা. ফকরুল হাসান। স্থানীয় সরকার বিভাগের বাগেরহাটের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক হিসেবে তিনি সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ক্লান্তিহীন, পরিশ্রমী ও মেধাবী এই কর্মকর্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দপ্তরে বসে পৌরবাসীর সেবা দিয়ে যাচ্ছেন।
গত বছরের আগস্ট মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে তিনি পৌর পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে নাগরিকদের জন্য জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, করসেবা, ওয়ারিশ সনদ, নতুন হোল্ডিং, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা কার্যক্রম ও চলমান উন্নয়ন কাজ তদারকি করে আসছেন। এ কারণে নাগরিকরা পৌরসভার দৃশ্যমান উন্নয়ন লক্ষ্য করতে পারছেন। সেবার মানোন্নয়নের জন্য প্রশাসক নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এ নিয়ে সেবাপ্রত্যাশীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর প্রশাসকের পদে থেকে তিনি স্থির বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ী মনোভাব নিয়ে নির্ধারিত সময়ে সাধারণ মানুষের কথা শুনছেন এবং তাদের সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক সেমিনারে ডা. ফকরুল হাসান বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। বাগেরহাট পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভায় পরিণত করতে তিনি সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দায়িত্বকালীন সময়ে তিনি নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন। ইতোমধ্যেই পৌরকর, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ নানা সেবামূলক কার্যক্রম অনলাইনে নিয়ে আসা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
সম্প্রতি বাগেরহাট পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন রাজিবুল আলম। নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুমসহ সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করেন প্রশাসক।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৪২(ক)-এর উপধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৪২(ক)-এর উপধারা ৩ অনুযায়ী পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করছেন মো. ফকরুল হাসান।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে