যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামে মাটি বহনকারী একটি অবৈধ ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওমর ফারুক বাইসাইকেল চালিয়ে নানার বাড়ি শিকড়ী থেকে নিজ বাড়ি কৃষ্ণপুরে ফিরছিল। পথিমধ্যে মহিষাডাঙ্গা গ্রামের কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে, গোগা দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার মামলা করতে অনিচ্ছুক হলেও পুলিশ মামলার পক্ষে রয়েছে। তিনি বলেন:“মামলা হলে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
ওমর ফারুকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে