AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট

স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন মীর সরফত আলী সপু


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:২২ পিএম, ১৮ মে, ২০২৫

স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন মীর সরফত আলী সপু

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও শিক্ষানুরাগী মীর সরফত আলী সপু।

রবিবার (১৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে, বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক নিবাসে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও অবদানকে স্মরণ করেই প্রতি বছর হাজারো শিক্ষার্থী এখানে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে।

মীর সরফত আলী সপু একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্র সংসদের (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।

মীর সরফত আলী সপুর জন্ম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহল এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান উন্নত হবে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!