ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণুপুর ইউনিয়ের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সদরপুর থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে থানায় হামলা, অস্ত্র লুট, ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।
রবিবার (১৮ মে) দুপুর ১২টায় গ্রেপ্তারদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ হাসান জানান, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ (৫ আগস্ট) সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুটের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।
একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে