মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।
উপজেলার প্রায় ২৩ জন নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও অন্যান্য কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস (ইউএসসি)।
কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তানিয়া খাতুন ও ইয়াসমিন আখতার।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে