ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন মিয়া আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। তিনি নান্দাইল মধ্যবাজারে একটি ইলেকট্রনিকসের দোকান পরিচালনা করতেন।
পরিবার ও বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সকালে দোকান খোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন স্বাধীন। এ সময় দোকানের বাইরে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তার অসাবধানতাবশত সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা জানান, স্বাধীন সকালে দোকান খোলার পরপরই দুর্ঘটনায় পড়েন। আমরা সাথে সাথে তাঁকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।”
একুশে সংবাদ/ ম.প্র/এ.জে