রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউপির ৪নং ওয়ার্ড পারঘাট এলাকায় ১৭মে বিকেল ৪টায় এই অভিযান পরিচালিত হয়। রংপুরের সহকারী কমিশনার ভুমি মো. দুলাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মোশাররফ হোসেনকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক অত্র ইউপি চেয়ারম্যান মেনাজুল হক ও ৪নং ওয়ার্ড সদস্যকে ডেকে নিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনটি জব্দ করেন। জব্দকৃত মেশিনটি ( যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা) চেয়ারম্যানের হাওলায় হস্তান্তর করেন।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলীর রহস্যজনক ভাষ্য, বালি উত্তোলনকারীরা আমার অপরিচিত। তহশিলদার মো. মোশাররফ হোসেন বলেন, বালি উত্তোলনকারীদের শনাক্ত করতে পারলে নিয়মিত মামলা হবে।
উল্লেখ্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রংপুর সদর কোতোয়ালি থানায় কর্মরত এসআই রফিক ও তার টিম।
একুশে সংবাদ/র.প্র/এ.জে