AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায় চিকিৎসাধীন অটোরিকশাচালক লাবুর মৃত্যু



পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায়  চিকিৎসাধীন অটোরিকশাচালক লাবুর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত অটোচালক নাজমুল হুদা লাবু (৩০) ১ মাস মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিসিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাবু পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় রেলগেট সংলগ্ন দূর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার (১৭ মে) লাবুর মৃতদেহ নিজ বাড়ী পার্বতীপুরে আনা হয় এবং একই দিন বেলা ১১টায় জানাজা নামাজ শেষে  দাফনকাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, গত ১৩ এপ্রিল রাত ৯টার দিকে দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে যাত্রী নিয়ে লাবু পার্বতীপুরের উদেশ্যে রওয়ানা দেন। ল্যাম্ব হাসপাতাল বাজারে দুজন বাদে সকল যাত্রী নেমে যায়। অটোতে থাকা দুই যাত্রী পূর্ব রাজাবাসর মোড়ে অটো থামিয়ে লাবুকে রেললাইনের পার্শ্ববর্তী ভুতপুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষারত আরও কয়েকজন যুবক মিলে লাবুকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ১৪ এপিল ভোরে মুমূর্ষু অবস্থায় লাবুকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। সকালে লাবুর বাড়ির লোকজন জানতে পেরে দুর্বৃত্তের কবল থেকে ইজিবাইকটি উদ্ধার করে। এদিকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে গিয়ে  তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাবু মারা যান।
লাবুর স্ত্রী ফারহানা আকতার লাবনী, বোন নাসরিন নাহার লাভলী, চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান,গত ১৪ ফেব্রুয়ারি যশাই মোড় এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে টুর্নামেন্টের আয়ব্যয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার পর থেকে লাবু পার্বতীপুর শহরে অটো চালানো বন্ধ করে দেয়। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন একমাস পর সুযোগ পেয়ে লাবুর উপর হামলা করে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয় ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা লাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা থেকে লাবুর মৃত্যুর ব্যাপারে একটি ম্যাসেজ পার্বতীপুর মডেল থানায় এসেছে। সেই সূত্র ধরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। 
ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

Link copied!