AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ



রূপগঞ্জে ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা পাভেল, জাহিদুল ইসলাম ও ইমনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি গোলাকান্দাইল গোলচত্বর থেকে শুরু হয়ে বলাইখা এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। এ সময় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

সমাবেশে বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তার একমাত্র অপরাধ, সে ছাত্রদল করত। পাভেল, জাহিদ ও ইমন সবাই জনপ্রিয় ও সংগঠিত তরুণ নেতা ছিলেন। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। বারবার প্রশাসনের দারস্থ হওয়া সত্ত্বেও এখনও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এই নীরব ভূমিকায় আমরা ক্ষুব্ধ।”

তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড গোটা ছাত্রদলের ওপর একটি সংগঠিত হামলা। আমরা এর বিচার চাই, দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আলমগীর হোসেন নয়ন, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আশিক, সদস্য ইয়াছিন আরাফাত অপু, দেওয়ান জাইদুল, আলিমুল হাসান, তারবো পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান নাজির, জুয়েল মাহমুদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল, যুগ্ম আহ্বায়ক সেলিম নয়ন, জহির আহমেদ, শামীম খান, আলামিন হোসেন প্রিন্স, জোবায়ের সজিব, সদস্য রুহুল আমিনসহ রূপগঞ্জ উপজেলা, পৌরসভা এবং কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করারও আহ্বান জানান।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!