AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে পূর্ব শত্রুতার জেরে গরুকে কুপিয়ে আহত করার অভিযোগ



বাউফলে পূর্ব শত্রুতার জেরে গরুকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পাংগাসিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি উন্নত জাতের গাভী গরুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বকুল জানান, আহত গরুটি হঠাৎ রশি ছিঁড়ে মুজাফ্ফার হাওলাদারের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এ সময় মুজাফ্ফারের স্ত্রী নাজমা বেগম ও মেয়ে সাথী আক্তার ধারালো দা দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করেন। পরে রক্তাক্ত অবস্থায় গরুটি কালিশুরী-গোয়ালিয়াবাঘা সড়কে জলিল হাওলাদারের বাড়ির সামনে গিয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আব্দুল আজিজ জানান, “গরুটির দেহে একাধিক সেলাই দিতে হয়েছে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পূর্ব বিরোধ থেকেই এই হামলা চালানো হয়েছে।

ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, “আমার চাচার সঙ্গে অভিযুক্তদের পূর্ব শত্রুতা রয়েছে। সেই কারণে আমার পরিবারের গরুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।”

তবে অভিযুক্ত নাজমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “গরুটি আমার বাড়িতে প্রবেশ করলে আমি শুধু তাড়িয়ে দিয়েছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Shwapno
Link copied!