জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিতে জাপান সরকারের আমন্ত্রণে ওসাকা যাচ্ছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার।
আগামী ১৯ থেকে ২২ মে ২০২৫ পর্যন্ত জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিতব্য “International Conference on the Advances in Public Health”-এ অংশগ্রহণ করে তিনি নিজ গবেষণা উপস্থাপন করবেন।
জাপান সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কনফারেন্সে তিনি তুলে ধরবেন, বান্দরবানের উপজাতি তরুণীদের মাসিককালীন সময় পানির সংকটজনিত স্বাস্থ্যঝুঁকি ও স্যানিটেশন সংক্রান্ত গবেষণা। এ গবেষণাটি ইউএনও ইমদাদুল হক তালুকদার ও কারিতাস বাংলাদেশ যৌথভাবে পরিচালনা করেছেন।
উল্লেখ্য, জনাব ইমদাদুল হক তালুকদার একজন অভিজ্ঞ গবেষক হিসেবে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই পরিচিত। তিনি এর আগে অস্ট্রেলিয়া, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্পেন, ভিয়েতনাম, তুরস্ক ও ভারতসহ বিভিন্ন দেশে কনফারেন্সে অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়সমূহে লেকচার দিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গৌরব অর্জন করেছেন।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরায় তাঁর এ ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। তিনি আগামী ২৬ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন এবং এ সফল যাত্রার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে