মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারে প্রতারণা ও অপব্যবহার রোধে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের সার্বিক সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। অংশ নেন জেলার বিভিন্ন স্তরের ৪৫ জন পুলিশ কর্মকর্তা।
কর্মশালায় বক্তারা এমএফএস ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি, হ্যাকিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তদন্তের কৌশল ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,"মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানসমূহ একসঙ্গে কাজ করছে। তবে এসব থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় সচেতনতা।"
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার শাকিল, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, বিকাশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুজয় রায়, রবি আল আলম, আসিফ হাসান আদনান এবং সিনিয়র অফিসার জুবায়ের হোসেন।
এই কর্মশালা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সাইবার অপরাধ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

