AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ৭ বছরের জুঁই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন



বড়াইগ্রামে ৭ বছরের জুঁই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামে সাত বছরের শিশু জুঁই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষতদন্ত এবং প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় গারফা গ্রামের জুঁইয়ের বাড়ির সামনে এই মানববন্ধনের আয়োজন করে জুঁইয়ের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয়রা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘পহেলা বৈশাখের বিকেলে সাত বছরের জুঁই নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয়রা গারফা এলাকার একটি ভুট্টার খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।’ এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। তদন্তে গাফিলতি ও রহস্যজনক ধীরগতি দেখা যাচ্ছে। আমরা এই ঘটনার পুনরায় সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে জুঁইয়ের বাবা-মা চোখের জল মুছতে মুছতে বলেন, ‘আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাই। আমরা আর কিছু চাই না। 

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!