দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে রেলপথসংলগ্ন “দিনাজপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন”-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২ আগস্ট) বিকেলে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে এবং সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জুয়ার সরঞ্জাম, একটি জুয়ার বোর্ড ও নগদ ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ২৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও সাদ্দাম হোসেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: জসিম, মাহামুদুল হক, ওবায়দুল ইসলাম, মীর মাসুদ আলম, নুর নবী, রহিমুল ইসলাম সুমন, ওমর আলী, জাহাঙ্গীর আলম, এনায়েত শেখ, মনোয়ার হোসেন, আইয়ুব হোসেন, বুলু, খাদেমুল ইসলাম, নূর মোহাম্মদ, জামাল হোসেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রশিদ, নিবারণ চন্দ্র, রুবেল ও খাইরুল ইসলাম।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের রায় অনুযায়ী যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে