মৌলভীবাজার জেলার জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও আহ্বায়ক আব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, হাজী হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সামছু মিয়া ও এমএ সবুর, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, মো. জসিম মিয়া, আব্দুল হেকিম ও হারুনুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে সামছু মিয়া ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

