লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) দুপুরে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হাবিবুরকে আটকের বিষয়টি সন্ধ্যায় পাটগ্রাম থানার পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমান বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দহগ্রামের এলাকার গুচ্ছগ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। আরো অন্য কোথাও তার নামে মামলা রয়েছে কিনা তা খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/লা.প্র/এ.জে