শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সংসদে দাঁড়িয়ে কটুক্তি ও অসৌজন্যমূলক বক্তব্য প্রদান ও ২০১৩ সালের খুনি এবং ২০২৪ সালের ছাত্র জনতা হত্যার আসামী গ্রেপ্তারকৃত মমতাজের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজা থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দেওয়ান প্লাজায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন, সংগঠনটির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.সাইদুর রহমান সাগর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মিন্টু,উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক কামরুল হাসান শাকিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মুমিনুল ইসলাম মুমিন,উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রমজান আলী, পৌর ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান রাসেল,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খলিলুর রহমান ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে