নওগাঁর আত্রাই উপজেলায় র্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার (১৪ মে) তাদের আদালতে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভাঙ্গাজাঙ্গাল স্ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
এছাড়া, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলক অভিযান চালিয়ে থানা পুলিশ উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকি (৩৮)-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে