AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র গরমে পিপাসা নিবারণে—পত্নীতলায় ফ্রি লেবুর শরবত বিতরণ



তীব্র গরমে পিপাসা নিবারণে—পত্নীতলায় ফ্রি লেবুর শরবত বিতরণ

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে পিপাসা নিবারণের লক্ষ্যে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফ্রি লেবুর শরবত বিতরণ করেছে নওগাঁর পত্নীতলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদান মানব কল্যাণ সংস্থা’।

বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে নজিপুর পৌরসভার চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এ.জেড মিজান বলেন, “গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে সাধারণ মানুষ ভীষণ কষ্ট পাচ্ছেন। এই অবস্থায় পথচারী, যানবাহনের চালক ও শ্রমিকদের স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বায়োজিদ রায়হান শাহীন, পৌর বিএনপি নেতা আল আমিন কবির জামাল, বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, নূরনবী রয়েল, মাসুম, শরিফুল ইসলাম তুহিন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ফিরোজ মান্নান বিপ্লব, তামিম প্রমুখ।

এই উদ্যোগে শরবত পান করা এক পথচারী বলেন, “এই তীব্র গরমে এমন মানবিক আয়োজন আমাদের জন্য খুব উপকারী। এধরনের কাজ যদি নিয়মিত হয়, তাহলে আরও বেশি উপকার হবে।”

উপস্থিত অনেকেই এই মহতী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!