রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে পড়েছে এক জোড়া বড় সাইজের ইলিশ। প্রায় ৩ কেজি ওজনের এই দুটি মাছ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়, যা স্থানীয় বাজারে সাড়া ফেলে দিয়েছে।
বুধবার (১৪ মে) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দুটি ক্রয় করেন। একটি ইলিশের ওজন ১ কেজি ৯০০ গ্রাম এবং অন্যটি ১ কেজি ৮০০ গ্রাম। পরবর্তীতে তিনি ইলিশ দুটি অনলাইনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন, যার মোট মূল্য দাঁড়ায় ১৫ হাজার ৯১০ টাকা।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, এই মৌসুমে পদ্মা নদীতে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এত সুন্দর ওজনের ইলিশ দুটি পেয়ে ক্রেতারাও খুব আগ্রহ দেখাচ্ছেন।
দাম আর আকৃতির দিক থেকে মাছ দুটি ইতিমধ্যেই এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে