ধানের শীষে শিশির বিন্দু, শিশিরে ভেজা ঘাস, ঘন কুয়াশায় চারপাশ ঝাপসা। শীত না আসলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ করেই বৈশাখের শেষ দিনের এই খরতাপে পাওয়া গেল শীতের আমেজ।
গত কয়েকদিন দুপুরের দিকে তাপমাত্রা বেশ উষ্ণ থাকছে আবার বিকেল থেকে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে।
বুধবার (১৪ মে) সকাল সোয়া ৬টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় সূর্যের মুখ দেখা যায়নি। দিনের বেলায় সূর্যের ঝলমলে আলো আর কড়া রোদে বাইরে যেমন বের হওয়ার উপায় নেই তেমনই রাতের বেলায় কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে বৈশাখেও শীতের কাঁপুনি অনুভব করা যাচ্ছে।
কুয়াশামাখা বৈশাখের সকালে কাজে বের হওয়া অনেকেই বলছেন, এ অসময়ে এ ধরনের কুয়াশা একটি ব্যতিক্রমী ঘটনা। সাধারণত শীতকালে এমন কুয়াশা দেখা যায়। বৈশাখ মাসের শেষে এমন ঘনকুয়াশা পড়তে ইতোপূর্বে দেখেননি অনেকেই।
একুশে সংবাদ/প.প্র/এ.জে