ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আ্যাডভোকেট একেএম আনোয়রুল ইসলাম চাঁনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রাথী ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকেই নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন তিনি। আনোয়রুল ইসলাম চাঁন নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান।
প্রার্থীতা ঘোষণার সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মোজাম্মেল হক আপন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব রশীদ ফরাজী, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, সেক্রেটারি সহকারী অধ্যাপক মাও. নুরুল আমীন প্রমুখ।
আনোয়রুল ইসলাম চাঁনের বাড়ি উপজেলার চারআনিপাড়া গ্রামে। তিনি সমাজসেবক মৃত এ এফএম ইসহাকের দ্বিতীয় সন্তান। পরিবারের অন্য সদস্যরা বিএনপির সাথে জড়িত থাকলেও দীর্ঘদিন যাবৎ তিনি আওয়ামী বিরোধীতে সক্রিয় ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক ও সম্পৃক্ততায় নতুন ধারার রাজনীতির পথে যাত্রা করছেন।
২০২২ সালের ১ মার্চ গঠন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন পাওয়ার পর এই দলের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মকাণ্ড শুরু করেন। দলের প্রতীক ফুলকপি।
এছাড়া তিনি নান্দাইলের সমুর্ত্ত জাহান মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি। একজন সৎ ও স্বজ্জন ব্যক্তি হিসেবে তিনি বাংলাদেশ ডেভোলপমেন্ট পার্টি চেয়ারম্যান হয়ে নান্দাইল আসনে সংসদীয় নির্বাচনের সিদ্ধান্ত নেন। কিন্তু জাতীয় রাজনীতির ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে এ আসনে তিনিই সংসদীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন।
এ দিকে প্রার্থীর নাম ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। আগেভাগেই নাম ঘোষণা করায় জনসাধারণ ও বিভিন্ন মহলে প্রশংসনীয় আলোচনা শুরু হয়েছে। জামায়াতের কর্মীরা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিচ্ছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী শামসুদ্দিন বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নান্দাইল আসনে আমাদের প্রার্থী বিডিপির চেয়ারম্যান আ্যাডভোকেট আনোয়রুল ইসলাম চাঁনকে জামায়েতের সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে