AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন



ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চলতি মৌসুমে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকার নির্ধারিত দামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় ভাঙ্গুড়া উপজেলা এলএসডিতে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা ধান-চাল সংগ্রহ অভিযান বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

এসময় ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহাব্বত আলী, ভাঙ্গুড়া উপজেলার এলএসডির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলার চালকল মালিকগণ ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৫ শ‍‍` ৭ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪ শ‍‍` ৬৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে ধান ও চালের মূল্য নির্ধারণ করা হয়েছে। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে যেন হয়রানির শিকার না হয় সেটি কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 



একুশে সংবাদ/প.প্র/এ.জে

Shwapno
Link copied!