বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ অফিসে চারদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ মে) এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অডিটর শ্যামল কুমার দাস, জুনিয়র অডিটর আফজাল হোসেন এবং অফিস সহায়ক গোপাল কুমার দাসসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত চলমান এই বিশেষ সেবা কার্যক্রমে পেনশনভোগী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ডিডিওদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা একসাথে প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে যেসব সেবা দেয়া হয় তার মধ্যে সম্মানিত পেনশনারগনের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন এপিপি সম্পর্কে অবহিতকরণ, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেক্স, কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান, পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের অলোকে পরামর্শ প্রদান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্ব, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগন কর্তৃক জিপিএফ হিসাব খেলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তনবিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কমৃচারীগন কর্তৃক জিপিএফ অফিস গ্রহন, চুড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ দাখিল প্রক্রিয়া অবহিতকরণ , সরকারি কর্মচারীগন কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা আইবাস সংক্রান্ত সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান গত বছরের ডিসেম্বরে যোগদানের পর থেকে কর্মদক্ষতার সাথে মানুষের সেবা প্রদান করে যাচ্ছেন। এমন সুযোগ্য কর্মকর্তা পেয়ে গ্রাহকরা খুশি।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে