চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে আজ ১২ মে (সোমবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
`চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকা`-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—সংগঠনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী মো. আব্দুল মোমেন চৌধুরী, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, অধ্যাপক মো. মুসা খান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিজান, রাজনীতিবিদ অ্যাড. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ, আব্দুল আওয়াল জাহেদ, অ্যাড. সাজ্জাদ হোসেন, মো. শাহজাহান মন্টু, মো. ইসমাঈল, ছাত্রনেতা মহসিন মিয়া এবং শ্রমিক নেতা রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখনও অপ্রশস্ত অবস্থায় রয়েছে, যা পর্যটনের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জাতীয় রাজস্ব আয়ের ৮০ শতাংশ যোগানদাতা চট্টগ্রামের জন্য এই অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, আসন্ন জাতীয় বাজেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তারা জানান, আগামী ১৪ মে ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফরের সময় সড়ক সম্প্রসারণ বিষয়ে ঘোষণা না এলে, আগামী ২৫ মে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে