মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাতলামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।
বক্তব্যে তিনি দাবি করেন, “জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত সহিংস ঘটনার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি রাষ্ট্রযন্ত্র ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে গণআন্দোলন দমন করেছেন,”—এমন অভিযোগ করেন তিনি।
অধ্যাপক শহীদুল আরও বলেন, “এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে আইনের আওতায় আনা জরুরি।” তিনি শেখ হাসিনাকে “দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার” দাবি জানান।
সম্মেলনে মিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সদরপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. নুরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আশরাফুল হক আশাকে সাধারণ সম্পাদক এবং আসাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে