AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গোয়ালন্দে হামলা মামলায় পৌর

আ.লীগ সম্পাদক ও যুবলীগ সভাপতি কারাগারে, জামিন আবেদন না মঞ্জুর



আ.লীগ সম্পাদক ও যুবলীগ সভাপতি কারাগারে, জামিন আবেদন না মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৫) ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহেল শেখ (৪৫)–কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১২ মে) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, তারা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

আসামি শফিকুল ইসলাম সুজ্জল গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। অপরদিকে মো. সোহেল শেখ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা এবং মামলার ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় গুলিবর্ষণ, ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগ ওঠে। এতে আন্দোলনের একাধিক কর্মী আহত হন।

ঘটনার চার মাস পর, ২০২৩ সালের ১০ ডিসেম্বর শরীফুল ইসলাম নামের এক ছাত্র বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন। শরীফুল রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে।

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, “হাইকোর্ট থেকে জামিনের মেয়াদ শেষে আসামিরা জেলা আদালতে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!