AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা



মোরেলগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার স্থানীয় মিম কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় আগামী ১৬ মে খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। উভয় কর্মসূচিতে যুব সমাজের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল সভার মূল লক্ষ্য।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম হোসেন টিটো এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ, বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল হক মিঠু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি সাইফুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চেতনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ১৭ মে’র বিভাগীয় যুব সমাবেশ সফল করতে সবাইকে দলীয় ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, এই কর্মসূচিগুলো তারুণ্যের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
 

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!