চট্টগ্রামের বাঁশখালীতে নিজের কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে নিজ ক্ষেতখোলায় সোমবার সকাল ৯টার দিকে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফিরোজ (৩৬) ওই ইউনিয়নের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মো. এয়াকুবের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু জানান, সোমবার সকালে বৃষ্টির আগেই ফিরোজ তার কাকরোল ক্ষেতে ফুল দেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘ফিরোজের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বজ্রপাতের ঘটনায় আতঙ্কিত হয়ে বা ভয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
বাঁশখালী থানার পরিদর্শক সুধাংশু শেখর হালদার আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে