মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় টঙ্গীবাড়ী উপজেলার সরকারি বিটি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেস ক্লাব কার্যালয়ের সভাকক্ষে ২০২৫-২৭ কার্যকরী কমিটির প্রথম মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম, সহসভাপতি সামসুদ্দিন তুহিন, সহসভাপতি মাসুম হাসান আফিফ, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহসাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ, সহসাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খান, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, দপ্তর সম্পাদক হুসাইন হাওলাদার, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি মো. সুমন হাওলাদার প্রমুখ।
এ মাসিক আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংবাদকর্মীদের দিকনির্দেশনা, দেশ ও জনগণের স্বার্থে সদা সত্য প্রকাশে উদ্বুদ্ধ করা হয় সংবাদকর্মীদের। এছাড়াও যেকোনো পরিস্থিতিতে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতেও আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

