চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রবিবার (১১ মে) ভোরে অভিযান পরিচালনা করে তাদেরকে ৪নং শাকপুরা ইউনিয়নের মিলেটারিপুল এলাকা থেকে আটক করা হয়। আটক মো. গিয়াস উদ্দিন (৩১) পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও মো. বছিরুল হক (২৯) পৌরসভা ছাত্রলীগ নেতা। পটিয়া উপজেলার ছনখরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মো. বছিরুল হক শাহিন (২৩) ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার খালেক মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩১)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, পটিয়ার দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধি মামলা রয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

