AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি



আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে মৌলভীবাজারে ‘লীগ ধর, জেলে ভর, আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে  প্রকম্পিত মৌলভীবাজার শহর ও জেলার শ্রীমঙ্গল উপজেলা।

শনিবার (১০ মে) দুপুর ১টা থেকে জাতীয় নাগরিক পার্টি ও সর্বদলীয় ছাত্র-জনতার উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাব পয়েন্টে জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেন তারা।

এদিকে একই দাবিতে জেলার শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে ‘ব্যান করো ব্যান করো-আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা-ঢাকা ঢাকা, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, গোলামি না আজাদী-আজাদী আজাদী, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর, আওয়ামী লীগের আস্তানা-ভেঙে দাও ঘুরিয়ে দাও, ২৪ এর বাংলায়-আওয়ামী লীগের ঠাঁই নাই’, লীগ ধর-জেলে ভর, রশি লাগলে রশি নে-আওয়ামী লীগরে ফাঁসি দে, আবু সাঈদের বাংলায়-আওয়ামী লীগের ঠাঁই নাই, ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ’- এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির সদস্য এহসান জাকারিয়া বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দীর্ঘ  ৮ মাস পার হলেও এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম-খুন, দুর্নীতির বিচার শুরু হয়নি। খুনের আসামিরা বিদেশে চলে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, শাপলার হত্যা, বিডিআর হত্যাসহ গুম, আয়নাঘরের বিচারের জন্য প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি।

বিক্ষোভে অংশগ্রহণকারী শাহীন ইকবাল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তাদের নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। 
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানপন্থি সবাই আন্দোলন চালিয়ে যাবে।

যুবনেতা শাহ মিসবাহ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে আওয়ামী লীগকে এদেশে আবারও পুনর্বিন্যাসের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না।

বিক্ষোভকারী মোজাহিদুল ইসলাম বলেন, দেশবিরোধী, গণমানুষবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। নাঈম হাসান বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার বিচার, শাপলা  চত্বরের খুনের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন থামবে না।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত থেকে মৌলভীবাজার শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়ে আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!