শেরপুরের নালিতাবাড়ীতে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার আয়োজনে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সম্পাদক আব্দুল মোমেন। এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এনসিও সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু দাউদ, মাওলানা রাকিব, মাওলানা আবু সালেহ, শাহিন আহমেদ ও মাওলানা তাওহিদুল ইসলাম সোহেল রানা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমান সাইফি ও পরিচালক হাফেজ আব্দুল জলিল বক্তব্যে মাদ্রাসার বর্তমান শিক্ষাব্যবস্থা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শিক্ষার্থীদের হিফজ অগ্রগতি এবং মানসম্পন্ন ইসলামি শিক্ষার প্রসারে অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :