কোটচাঁদপুরে জামায়াতের এলাঙ্গী ইউনিয়ন শাখার নির্বাচনি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০-০৫-২৫) তারিখ সকালে স্থানীয় মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশ উপলক্ষে শনিবার সকাল ৭টা থেকে এলাঙ্গী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আসতে থাকেন। সকাল ৮টায় শুরু হয় সমাবেশ, চলে ১০টা পর্যন্ত। সমাবেশে সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মতিযার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমীর আব্দুর আলিম, কোটচাঁদপুর উপজেলা থানা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, সেক্রেটারি শাহাবুদ্দিন খাঁন, এলাঙ্গী অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এরপর অনুরুপ আরো একটি দায়িত্বশীল সমাবেশ হয়েছে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :