AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে ছাত্রীকে কুপুস্তাব- শিক্ষক গ্রেফতার



সদরপুরে ছাত্রীকে কুপুস্তাব- শিক্ষক গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন কুপুস্তাব দিয়ে হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (খন্ডকালীন) সহকারী শিক্ষক মো. রইজ মাস্টার কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে নানা সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনোরকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

 শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকার স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে  চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাহাতে কোন শিক্ষক এমন দুঃসাহস না পায়। 

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Shwapno
Link copied!