সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ও শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়। এতে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিজিবি কমান্ডার ইকবাল বাহার, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নানসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
সভায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও সামাজিক অবক্ষয় রোধ, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার নির্দেশনা দেওয়া হয়। আলোচনায় বলা হয়, উপজেলার ৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা যাতায়াত ব্যবস্থা থাকবে এবং পূজা চলাকালীন কোনো ধরনের মাদকসেবন অনুমোদিত হবে না। সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও মূল্যায়ন করা হয়।
একুশে সংবাদ/এ.জে