বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা এবং মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার (৯ মে) ঢাকার একটি অভিজাত হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সদ্য দেশে ফেরা বিএনপির এই প্রবীণ নেতা গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতে মোরেলগঞ্জ ও শরণখোলায় বিএনপির রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক পরিস্থিতি এবং স্থানীয় জনমতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কাজী শিপন তার নির্বাচনী এলাকা এবং সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ জানান। জবাবে এম এ মালেকও বাগেরহাট সফরের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :