নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কাঁচা দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার মৃত নাসির উদ্দীনের মাটির দোতলার ঘরে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে নাসির উদ্দীনের স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এলাকার বাসিন্দা তাহেরুল ইসলাম বলেন, “হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। পরে দেখা যায়, ককটেলের বিস্ফোরণে ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।”
একাধিক ব্যক্তি ধারণা করছেন, সম্প্রতি ধান কাটার শ্রমিকরা ওই ঘরে অবস্থান করছিলেন। তাদের মাধ্যমেও বিস্ফোরক আসতে পারে। আবার অনেকে এটিকে নাশকতার পূর্বপ্রস্তুতি হিসেবেও দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “ওই বাড়িতে সম্প্রতি কারাগারে থাকা রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের ভাই আকতার হোসেন যাতায়াত করছিলেন। তার আচরণ ছিল সন্দেহজনক। বিষয়টি প্রশাসনের তদন্তে আসা প্রয়োজন।”
ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হাবিবুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :