পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৩৮ নং দক্ষিণ দীঘির জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ছুটির পরেও তালাবদ্ধ অবস্থায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার পর এমন চিত্রে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কার্যক্রম শেষ হওয়ার পরেও রাত ৮টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় ছিল। বিষয়টি একজন স্থানীয় সাংবাদিক নজরে এনে সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র মন্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্রুত স্থানীয়দের সহায়তায় পতাকাটি নামিয়ে ফেলেন।
বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের মধ্যে ওই দিন উপস্থিত ছিলেন মাত্র ২ জন সহকারী শিক্ষক। এলাকাবাসীর অভিযোগ, সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও স্কুল ছুটির পর তা নামানোর কোনো উদ্যোগ নেননি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানি বেপারী জানান, “আমি ওইদিন উপজেলায় মাসিক সমন্বয় সভায় ও প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র আনতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি পতাকা নামানো হয়নি। সঙ্গে সঙ্গে নিকটস্থ শিক্ষকের মাধ্যমে তা নামিয়ে নিই। এ ঘটনায় আমি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্লাস্টার শিক্ষা অফিসার এটিও মাসুম বিল্লাহ বলেন, “বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
তবে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ হেনায়ারা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা রিসিভ করেননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/পি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :