নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মাইনুল ইসলাম ও ট্রাকের হেলপার হাসান প্রামাণিক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সন্ধায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে এই বিপুলপরিমান পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে মাইনুল ইসলাম (২৫) ও একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে হাসান প্রামাণিক (৩৩)।
পলাশ থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল চরসিন্দুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে একটি ট্রাক থেকে ১১ টন (১১ হাজার ২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারসহ ট্রাকচালক মাইনুল ইসলাম ও হাসান প্রামাণিককে গ্রেপ্তার করে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে