AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাটের উপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ



খাটের উপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার বালুবাগান এলাকা থেকে ৪ দিন আগে মারা যাওয়া মঈন উল বারি (৪৭) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান আবাসিক এলাকার ০৪নং গেটের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা আইনজীবী মঈন উল বারি ০৪ দিন আগে মারা গেছেন।

মৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান এলাকার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে মঈন উল বারি।

এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে জানা যায়, বালু বাগান ০৪নং গেটের সামনের একটি বাড়ি থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী। পরে বুধবার (০৮ মে) রাত সাড়ে ১১টার দিকে পুলিশকে খবর দেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাজশাহীর সিআইডির একটি টিমকে খবর দেয়।

খবর পেয়ে রাজশাহী থেকে একটি সিআইডির টিম এসে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খাটের উপর শোয়নো অবস্থায় মঈন উল বারির মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং তার লাশ উদ্ধার করে। মঈন উল বারির বোন শামিমা নাজনিন বলেন, আমার ছোট ভাই ট্যাক্স-এর আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্র্যাকটিস করতেন। সাড়ে ৪ বছর আগে ঢাকা থেকে বাড়ি চলে আসেন। এরপরে ৪ বছর আগে আমার পিতা মারা যান এবং ৭ আগে আমার মা মারা যান। এছাড়া আমার ভাই ও ভাবীর অনেক আগে ডিভোর্স হয়ে যায় এবং একমাত্র মেয়ে ঢাকায় পড়াশুনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকীত্ব জীবনযাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আমরা খবর পাই যে একটি আবদ্ধ বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাজশাহীর সিআইডির একটি টিমকে খবর দেওয়া হয় এবং সিআইডির টিমসহ সদর মডেল থানা পুলিশ মঈন উল বারির মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৪ দিন আগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।
 

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Shwapno
Link copied!